অযোগ্যকেই ক্ষমা!

কোন দুনিয়াবি স্বার্থ দূরে থাকুক, বরং দুনিয়াবি ক্ষয়-ক্ষতি আর কষ্টকে মেনে নিয়ে যদি ক্ষমার অযোগ্য কাউকে মন থেকে ক্ষমা করে দিতে পারো, তখন তুমি যা পাবা তা অজর-অক্ষয়।

এই পাওয়াটা কেবলই আখিরাতের অধরা পাওয়া না, বরং দুনিয়াতেই হৃদয় জুড়ে ছুঁয়ে থাকে এই অমূল্য পাওয়াটা।

– কেমন পাওয়া এটা?
– বস্তু কিংবা শব্দে বাঁধা যায় না, এমন!

About মোহাম্মদ তোয়াহা আকবর

আমি মুহাম্মাদ তোয়াহা আকবর। একাডেমিক পরিচয়ে জেনেটিক ইঞ্জিনিয়ার এবং একজন বায়োটেকনোলজিস্ট। আগ্রহ বিজ্ঞানে এবং গবেষণায়। তারচেয়েও বেশি পড়ানোয়। নৈতিক এবং আদর্শিক জীবনে একজন মনেপ্রাণে মুসলিম। নাস্তিকতা ছেড়ে আল্লাহ সুবহানাহুওয়াতা’আলার অশেষ করুণা আর দয়ায় ইসলামের আলো চিনে এ পথে আসতে পেরেছি ২০১২ তে। এখন শিখছি। আরো বহু দূর পথ পাড়ি দিতে হবে জানি। অনন্তের জীবনের পাথেয় কুড়োতে বড্ড দেরী করে ফেলা একজন দূর্ভাগা হিসেবে নয়, বাঁচতে চাই সোনালি দিন গড়ার প্রত্যয়ে। ক্ষণিকের বালুবেলায় যে কটা মুক্তো কুড়োতে পারি সেই তো আমার লাভের খাতার শব্দমালা। হাঁটার পথে একটা দুটো মুক্তোর কথা, উপলব্ধির কথা লিখবো বলে এখানে পতাকা পুঁতেছি। আমি থাকবো না একদিন। আমার খুঁজে পাওয়া কিছু মুক্তো হয়তো থেকে যাবে জন্ম থেকে জন্মান্তরে। হয়তো হবে কারো আলোর মশাল। আর সে আগুন ছড়িয়ে যাবে সবখানে।
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.